বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাস মোকাবেলায় সুরক্ষার জন্য চীন থেকে পাঠানো ২০ হাজার কিট, ৯ লাখ মাস্ক, ৬ হাজার বিশেষ গাউন ও শরীরের তাপমাত্রা মাপার ৩০০ যন্ত্র গাজীপুর সিটি করপোরেশনে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার সকালে সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলার সরকারি কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে এসব কিট, মাস্ক, গাউন ও তাপমাত্রার যন্ত্র গ্রহণ করেন। এর আগে বিশেষ একটি কার্গো বিমানে এ সব মালামাল বিমান বন্দরে এসে পৌঁছে। দ্বিতীয় ধাপে আগামী শনিবার আরও কিট, মাস্ক ও গাউন আসবে বলে জানা যায়।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ভয়ঙ্কর করোনাভাইরাস থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখার জন্যই ব্যক্তিগত উদ্যোগে চীন থেকে কীট, মাস্ক ও গাউন আনার উদ্যোগ নেন তিনি। শুধু নগরবাসীকেই নয়, পুরো জেলায় এ সব জিনিস বিতরণের পরিকল্পনা রয়েছে তার।
মেয়র বলেন, এসব সুষ্ঠুভাবে বিতরণ এবং নগরবাসী সুরক্ষিত রাখার জন্য মহনগরে ৬৫টি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নগরের ২ হাজার ৬০০ মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। করোনাভাইরাস সম্পর্কে তারা মুসল্লি ও সাধারণ মানুষকে সচেতন করবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply