নিজস্ব প্রতিবেদকঃ কেন্দ্রীয় ওষুধ প্রশাসন পরিচালকের পদে রদবদলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসন ক্যাডারের একজন অতিরিক্ত সচিবকে স্বাস্থ্য অধিদফতরের অন্তর্ভুক্ত কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমডি) সেবা বিভাগের পরিচালক পদে নিয়োগ দেওয়ায় এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে ।
একইসঙ্গে দেশের এই ক্রান্তিলগ্নে এই পদে নিয়োগ কোনভাবেই গ্রহণযোগ নয় এবং একটি অশনি সংকেতের ইঙ্গিত বহন করছে বলে বিএমএ’র পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
শুক্রবার (২২মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম ইকবাল আর্সনাল স্বাক্ষরিত এক চিঠিতে এ কঠোর বার্তা দেওয়া হয়।
ওই চিঠিতে অনতিবিলম্বে ওই আদেশ প্রত্যাহার করে উক্ত পদে পূর্বের ন্যায় একজন চিকিৎসক কর্মকর্তাকে নিয়োগ প্রদান করার জন্য জোর দাবি জানানো হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply