সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুকের অবৈধ ইনকামের গোমর ফাঁস হয়ে যাওয়ায় এসআই, এএসআই অফিসারদের হুমকি ধামকি এবং বদলি করে দেয়ার ভয়ভীতি প্রদর্শনের খবর পাওয়া গেছে।
আমাদের প্রতিনিধির মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক এসআই ও এএসআই জানান, আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাদক কারবারি সন্ত্রাসীদের মাদক ও অবৈধ পণ্যসহ গ্রেফতার করি, কিন্তু ওসি সাহেব তার নিজেরমতো করে ইচ্ছা মাফিক থানায় মামলা নথি করেন। উদ্ধার ও জব্দকৃত মাদক এবং অবৈধ মালামালের সঠিক পরিমান না দেখিয়ে কম দেখান। এবং তিনি নিজেই সেই মাদক ও অবৈধ পণ্য বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অংকের অর্থসম্পদ।
থানার ভুক্তভুগী অফিসারদের কাছথেকে জানা যায়, ওসি কামরুল ফারুক সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় গড়েতুলেছেন একটি বিরাট অবৈধ বাণিজ্যের সাম্রাজ্য। ওসির চাঁদাবাজিতে অতিষ্ট সিদ্ধিরগঞ্জ থানার নিরীহ ব্যবসায়ী মহল, যখন তখন স্থানীয় নিরীহ ব্যবসায়ীদেরকে মামলা ও গ্রেফতারের ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা।
অফিসারগণ জানান আমাদের উদ্ধারকৃত মাদক ও অবৈধ পণ্যের জব্দ তালিকায় তার ইচ্ছামতো কম দেখানো হয়, বাকি মাদক ও পণ্য তিনি তার নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। অথচ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক, অপরাধ ও দুর্নীতিবাজদের জীবনের ঝুঁকি নিয়ে গ্রেফতার করি, সেখানে এই ওসি সাহেব টাকার বিনিময়ে মামলা ও জব্দ নথি তার নিজের ইচ্ছেমতো করে থাকেন। তার ভয়ে আমরা মুখ খুলতে পারিনা। যেসকল অফিসার তার বিরুদ্ধে মুখ খুলে তাদের তিনি বদলি করিয়ে দেন.
আমাদের প্রতিনিধি বিভিন্ন সূত্রে জানতে পারেন যে, বর্তমান ঢাকা রেঞ্জের ডিআইজি সাহেব তার খুব ঘনিষ্ট জন, কিন্তু এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় বর্তমান ঢাকা রেঞ্জের ডিআইজি সাহেব এর মায়ের চিকিৎসার সময় ওসি কামরুল ফারুক দেখাশুনা করেছেন। দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী এই ওসি ডিআইজি হাবিব সাহেবের সেই সিম্প্যাথিকে পুঁজি করে সিদ্ধিরগঞ্জ থানায় গড়েতুলেছেন বিশাল চাঁদাবাজি, মাদক ও অবৈধ ইনকামের সাম্রাজ্য। এমনকি তিনি নারায়ণগঞ্জের এসপি সাহেবকেও পরোয়া করেননা। যাহা হয়তো ঢাকা রেঞ্জের ডিআইজি সাহেব আদৌ জানেননা।
ওসি কামরুল ফারুকের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন পত্রিকায় নিউজ ও এসপি সাহেবের দপ্তরে অভিযোগ রয়েছে। কিন্তু হয়তো কোনো এক অদৃশ্য শক্তির ভয়ে নারায়ণগঞ্জের এসপি সাহেব কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিমত প্রকাশ করেন ভুক্তভুগি মহল।
সিদ্ধিরগঞ্জ থানার ভুক্তভুগী অফিসার ও স্থানীয় নিরীহ ব্যবসায়ীদের অভিমত, এই মাদক ব্যবসায়ী, দুর্নীতি ও চাঁদাবাজ ওসি কামরুল ফারুককে সিদ্ধিরগঞ্জ থানা থেকে অনতি বিলম্বে ক্লোজ করা না হলে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার স্বাভাবিক আইনশৃঙ্খলা ভেঙে পড়বে। ব্যাহত হবে প্রধানমন্ত্রীর কাঙ্খিত মাদক, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জিরোটলারেন্স।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply