শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ডাব ব্যবসায়ী শরীফ (৩৫)এর উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে পরিবারিক সূত্রে জানা গেছে গত ৯/৬/২০ ইং তারিখ রাত আনুমানিক ৮:ঘটিকার সময় চা খাইতে সোনাকর নতুন বাজার একটি দোকানে আসে পড়ে সে পাশের একটি দোকানে মশার কয়েল আনতে যায়। বিবাদী রনি (৪০) তাকে সামিউল হাসান কে দিয়ে ডেকে নেয়
হুমায়ুনের চায়ের দোকানের সামনে জনসম্মুখে থাকা অবস্থায় বিবাদীগনকে নিয়ে পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি অনুযায়ী দেশি অস্ত্র দিয়ে অতর্কিতে শরিফকে গালি গালাজ সহ এলোপাথারী ভাবে মারপিট শুরু করে ২নং বিবাদী সুজন (৪২) তাহার হাতে থাকা দেশী অস্ত্র দিয়া হত্যার উদ্দেশ্যে শরিফের মাথা লক্ষ্য করিয়া স্বজোরে কোপ দিলে শরিফ এর মাথার পিছনে উপরে লাগিয়া কাটা রক্তাক্ত গুরুত্বর জখম হয় শরীফ মাটিতে পড়িয়া গেলে বিবাদী ও অজ্ঞাত নামা বিবাদীগন শরিফ এর পা থেকে মাথা পর্যন্ত উপর্যপুরি পিটিয়ে ফুলা ব্যথাযুক্ত মারাত্মক জখম করে। ১নং বিবাদী গলায় পাড়া দিয়ে ধরিয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করিয়া গলায় ব্যথা যুক্ত জখম করে।
এবং টি শার্টের বুকের পকেটে এ থাকা ডাব ব্যবসার মূল ধন নগদ ১৫,০০০/- (পনেরো হাজার টাকা) নিয়ে যায় ওই সময় শরিফের আত্মচিৎকারে আশপাশের হইতে লোকজন আসিয়া বিবাদীর হাত থেকে রক্ষা করে বিবাদী যাওয়ার সময় এই বলিয়া হুমকি দিয়া যায় যে আজ তকে জীবনে মারতে পারিনি কিন্তু পরবর্তীতে সুযোগ মতন পাইলে খুন কোরিয়া লাশ গুম করিয়া ফেলব বলে হুমকি প্রদান করেন।
অতঃপর অবস্থা খারাপ হওয়ায় প্রতিবেশী হাসিব লোকজনের সহায়তায় রক্তাক্ত অবস্থায় একটি অটোরিকশা যোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জখম মাথায় প্রায় ১৮টি সেলাই ও বেন্ডিজ করেন এবং হাসপাতালে ভর্তি করেন বর্তমানে শরীফ হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছে।
এলাকাবাসীর বক্তব্য আসামিদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করছি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার এসআই হারুন জানান ঘটনার তদন্ত চলছে সত্যতা যাচাইয়ের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply