ওসি সিদ্ধিরগঞ্জ, মোঃ কামরুল ফারুক ২০১৯ইং সালের ৪ আগষ্ট সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।
যোগদানের পর নানা কারনে বিতর্কিত হয়ে উঠে ওসি কামরুল ফারুক। ফুটপাতে ও ব্যবসায়ীদের কাছথেকে চাঁদাবাজি, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখিয়ে মাদক বাণিজ্যের অভিযোগ সহ বিভিন্ন কারণে এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শক আইজিপিসহ বিভিন্ন দপ্তরে তার নামে একাধিক অভিযোগ জমা পরে।
এদিকে ওসি কামরুল ফারুক থানায় তার কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও ডিআইজির সাথে তার ব্যাক্তিগত ছবি দেয়ালে টানিয়ে রেখেছেন। পুলিশ অফিসারসহ সাধারন মানুষকে আগাম ভয় বা হুমকী হিসেবে দেখানোর জন্য তার কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও ডিআইজির সাথে তোলা ব্যাক্তিগত ছবি দেয়ালে টানিয়ে রেখেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক পুলিশ সদস্যরা।
পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার ছাড়াও ওসি কামরুল ফারুকের দ্বন্দের কারণে গত ৮ জুন সিদ্ধিরগঞ্জ থানা থেকে ধামগর ফাঁড়ীতে সড়িয়ে দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) আজিজুল হককে। একই ভাবে গত বছরের ১০ ডিসেম্বর পরিদর্শক (অপারেশন) এর দায়িত্বে থাকা এইচ এম জসিম উদ্দিন চৌধুরীকে রূপগঞ্জ থানায় বদলী হয়ে যান। একই ভাবে সিদ্ধিরগঞ্জ থানার চৌকস অফিসার হিসেবে পরিচিত এসআই ইব্রাহিম পাটোয়ারী ও এসআই সামসুল আলমকে গত বছরের ১৭ নভেম্বর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় চলে যেতে হয়েছে।
এছাড়াও এসআই জসিম উদ্দিনকে ২০/১/২০ইং তারিখে গোপালগঞ্জ জেলায়, এসআই কামরুল ইসলামকে ১০/১/২০ইং তারিখে ফরিদপুর জেলায়, এসআই জয়নাল আবেদিনকে গত ১৪/৬/২০ইং তারিখে সোনারগাঁ থানার তালতলা পুলিশ ফাড়ীঁ , এসআই হাফিজুর রহমানকে ১০/৬/২০ইং তারিখে ফতুল্লা মডেল থানায়, এএসআই হেমায়েত উদ্দিন (পিপিএম) কে গত ২১/৬/২০ইং তারিখে ঢাকা জেলায়, এএসআই আব্দুর রহমান বাচ্চুকে গত ২২/৬/২০ইং তারিখে কিশোরগঞ্জ জেলায় , এএসআই সাইফুল ইসলামকে গত ৫/৮/২০ইং তারিখে সিলেট জেলায়, এএসআই রফিকুল ইসলামকে গত ৫/৮/২০ইং তারিখে আড়াইহাজার থানার কালাপাহাড়ীয়া ফাঁড়ীতে, এএসআই আব্দুর রহিমকে গত ৪/৯/২০ইং তারিখে আড়াইহাজার থানার গোপালদী ফাঁড়ীতে, এএসআই শাহাদাত হোসেকে র্যাবে, এএসআই বেলায়েত হোসেনকে গত ৯/১২/১৯ইং তারিখে শরিয়তপুর জেলায় বদলী করা হয়েছে বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার অনেক পুলিশ সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, জুনিয়র হয়েও জেলার গুরুত্বপূর্ণ এই থানায় যোগদানের পর ওসি কামরুল ফারুক যা খুশি তা ই করে যাচ্ছেন। পুরো সিদ্ধিরগঞ্জের সকল অপরাধীদের সাথে কৌশলে যোগাযোগ করে কয়েকজন অলিখিত ক্যাশিয়ার রেখে মাসোয়ারা আদায় করছেন । উর্ধতন কিছু অসাধু কর্মকর্তাদের উত্তোলিত মাসোয়ারা ভাটোয়ারা প্রদানসহ নানাভাবে ম্যানেজ করে সকল অপরাধীদের সাম্রাজ্য চালাতে সহায়তা করছেন ওসি কামরুল ফারুক। আর সিদ্ধিরগঞ্জের অপরাধীদের বিরুদ্ধে যেকোন কর্মকর্তা ব্যবস্থা নিলেই বাধা হয়ে দাড়ান ওসি কামরুল ফারুক। আর তাতেই বিতর্ক এরপর বদলী!
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply