এম শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে শোলাকুড়ি ইউনিয়নের পেগামারি গ্রামের নিরীহ গারো নারী বাসন্তী রেমার মাথার ঘাম পায়ে ফেলে গড়ে তোলা ৪০শতাংশ কলা বাগান বন বিভাগ বিনা নোটিশে কেটে ফেলার প্রতিবাদে ৬দফা দাবিতে বুধবার দূপুরে ভূটিয়া-দোখলা এলাকায় গারো সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বাসন্তী রেমার কেটে ফেলা কলা বাগানের ক্ষতিপূরণ, বনবিভাগের সহকারী বন সংরক্ষক ও দোখলা রেঞ্জ কর্মকর্তার অপসারণ, গারোদের আবাদী ফসলের জমি ও বসত ভিটায় সামাজিক বনায়ন বন্ধ, তাদের ভূমি অধিকার নিশ্চিত করণ, বন মামলা ও হয়রানী বন্ধকরণ ও ২৪ সেপ্টেম্বর বৈঠকে তাদের দাবি দাওয়া মেনে নেওয়াসহ ৬ দফা দাবিতে দোখলা জাতীয় উদ্যানের প্রধান ফটকে সমবেত হয়ে তারা প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে শোলাকুড়ি কলেজের প্রভাষক বিপ্লব রিচার্ড সিমসাং এর সভাপতিত্বে বাগাছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি জন জেত্রার সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আ’লীগের সহসভাপতি এড. ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান যষ্টিনা নকরেক,শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, এসিডিএফ এর সভাপতি অজয় মৃ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি উইলিয়াম দাজেল, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হেরিদ সিমসাং, কোচ আদিবাসী সংগঠনের সম্পাদক গৌরাঙ্গ বর্মন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সম্পাদক হেলিন জেত্রাপ্রমূখ।
গারো নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তাদের ৬ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানিয়ে বলেন আগামী ২৪ তারিখে বন বিভাগের সাথে তাদের বৈঠকে দাবি দাওয়া না মেনে নিলে সড়ক অবরোধ করার কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে পেগামারির কেটে ফেলা কলা বাগানের স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভূটিয়া গ্রাম দিয়ে দোখলা জাতীয় উদ্যানের প্রধান ফটকে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মধুপুরের বন এলাকার কয়েক শত নারী পুরুষ অংশ নেন
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply