টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ২০১৫ সালে স্বামীর বিরুদ্ধে দায়ের করা যৌতুক বিরোধী মামলা তুলতে এসে মামলা প্রত্যাহারে আবেদন দিয়েই আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন রুনা খাতুন (২৮) নামে এক বাদি।
১৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের চতুর্থ তলায় ৪০৬ নং কক্ষের সামনে এ ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতিতে কিছু সময়ের জন্য আদালতের কার্যক্রম মূলতবী রাখেন বিচারক।
বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রতনবরিশ গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে তোফাজ্জল হোসেনের সাথে ২০১৫ সালে মামলার বাদি রুনা খাতুনের বিয়ে হয়। রুনা খাতুনের বাড়ি মধুপুর উপজেলার গাছাবাড়ি গ্রামে। ওই বছরই রুনা তার স্বামী তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন। মামলাটি বর্তমানে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আদালতে বিচারাধীন রয়েছে। রায়ের পর্যায়ে থাকা এই মামলাটি আদালতের বাইরে উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়ে যায়। ফলে বুধবার সংশ্লিষ্ট আদালতে নথি তলব দিয়ে মামলাটি উত্তোলনের দরখাস্ত দেন রুনা খাতুন। বেলা ১১টায় আদালতের কার্যক্রম শুরু হয়।
তখন আদালতের বারান্দায় স্বজনদের সাথে অপেক্ষা করছিলেন রুনা খাতুন। এমতাবস্থায় হঠাৎ করে রুনা সেখানেই পড়ে মারা যান । এ সময় রুনার স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে আদালত প্রাঙ্গণ। এমন উদ্ভুত পরিস্থিতিতে কিছু সময় বিরতির পর পুনরায় আদালতের কার্যক্রম শুরু হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply