টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দুই নারী দালালকে হাতেনাতে আটক করে ১০ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।।
এছাড়া হাছেন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকেও ৬ মাসের জেল দেয়া হয়েছে। ওই মাদক ব্যবসায়ী সদরের পুষ্টকামুরী গ্রামের দেলুয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। সাজাপ্রাপ্ত দুই নারী হলেন পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের মুক্তা বেগম (৩০) ও একই গ্রামের সালেহা বেগম (৩৬)।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দালাল চক্রের সদস্যরা নানাভাবে প্রভাবিত করে বিভিন্ন ক্লিনিকমুখী করে থাকে। এমন খবরে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন আকস্মিক হাসপাতালে অভিযান চালান। এ সময় দুই দালালকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জুবায়ের হোসেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply