ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষণরত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-২০২০ এর প্রশিক্ষণার্থীগণের প্রশিক্ষণের অংশ হিসেবে আজ পহেলা নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনের জন্য নির্ধারিত ছিল।
বর্তমান করোনা পরিস্থিতির কারণে এ উপলক্ষে আজ রোববার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় অতিরিক্ত আইজি (এইচআরএম) এস এম রুহুল আমিনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন ইউনিটের পরিচিতি, ইনোভেশন, কৌশলগত পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ইত্যাদির ওপর পাঁচটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
পরে এক প্রশ্নোত্তর পর্বে বক্তারা ট্রাফিক ব্যবস্থাপনা, পুলিশে নিয়োগ প্রক্রিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চান। পুলিশ অফিসারদের একটি প্যানেল বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভাপতির বক্তব্যে এস এম রুহুল আমিন বলেন, এ ধরনের অনুষ্ঠান সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে।
এনডিসি টিমের নেতৃত্বে ছিলেন হেড অব ডেলিগেশন সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (অতিরিক্ত সচিব) এম মোফাজ্জল হোসেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply