ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় গেইট ভেঙে বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামের খাদিমুলের বাড়িতে ওই ঘটে।
বাড়ির মালিক খাদিমুল জানান, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে একদল ডাকাত তার বাসার মূল ফটকের লক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের বেঁধে রাখে ও মারধর করে। এসময় ঘরে থাকা দুই লক্ষ টাকার গয়না ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। বুধবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply