March 2, 2025, 1:06 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
বৈষম্যবিরোধী হত্যা মামলায় বাপ-পুত আসামী হলেও দীর্ঘদিনে গ্রেফতার নেই রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান ….বাংলাদেশ গণমুক্তি পার্টি শুক্রবার থেকে সম্পূর্ণ বন্ধ হয়েগেছে বেক্সিমকোর ১৪টি প্রতিষ্ঠান। ভালুকায় ইউপি সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার বেনাপোল স্থল বন্দরের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত। ১১তম জাতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত পবিত্র রমজানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন …… শেখ রফিকুল ইসলাম বাবলু জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে : মোমিন মেহেদী বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র কমিটি গঠন ভাষা আন্দোলন পরিষদ এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। জাতীয় ভাষানীতি ঘোষণা ও বাস্তবায়ন আন্দোলনের ঘোষণা। আজ সৌর জগতের সাত গ্রহের প্যারেড, এক অভূতপূর্ব মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। ভাষা আন্দোলন পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭১ সদস্যের কমিটি ঘোষণা। বাংলাদেশে স্বৈরশাসকের পতন ঘটিয়েছে স্বপ্নরাজ তরুণ শিক্ষার্থী ও গণমানুষ …..আলী রীয়াজ দৈনিক ঘোষণার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গুমের ঘটনায় ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল: আইনজীবী শিশির মনির ভালুকায় ভোটার তথ্য সংগ্রহ শেষ, শুরু হয়েছে ছবি তোলার কার্যক্রম মোহন কে সভাপতি এবং ওসমান কে সাধারণ সম্পাদক করে ‘গর্বের বাকেরগঞ্জ’ এর ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠনপ্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১১৬ ০৫ বার পঠিত কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার। পিলখানা হত্যাকান্ডে মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাসি কার্যকর করতে হবে….. মাজলুমের ডাক কক্সবাজারে স্থানীয় দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। প্রাইভেট কার-অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ১ ভালুকার সেই আলোচিত কাঠের সেতু উদ্বোধন ভাষা সৈনিকদের গেজেট প্রকাশের দাবী জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী শার্শায় কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত রোকনের মৃত্যু। ব্যক্তি মালিকানা জমিতে নির্মাণ কাজে বাধা, থানায় অভিযোগ গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ রাষ্ট্রের আইন, বিচার ও শাসন বিভাগসহ সর্বস্তরে বাংলা প্রচলন কার্যকর করার দাবি….বাংলাদেশ গণমুক্তি পার্টি বেনাপোলে ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার। হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী অধরা দেলুর খুঁটির জোর কোথায়? শার্শায় ৮ লাখ টাকা সহ ৪ ছিনতাইকারী আটক।

মনে পড়ে একজন আল্লামার কথা। -হামদুল্লাহ আল মেহেদী

মনে পড়ে একজন আল্লামার কথা। -হামদুল্লাহ আল মেহেদী


ইদানীং জমজমাট তাফসীরুল কোরআন মাহফিলের জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে একজন আল্লামার কথা খুব মনে পড়ছে। মনে পড়ছে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে দরদ ভরা সুললিত কন্ঠে কোরআনের বানী কখনও কখনও দরাজ কন্ঠের হুংকার। তিনি আর কেউ নন। আমি বলছি একজন আল্লামা কথা। একজন শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর কথা।

আমি স্থায়ী ভাবে ঢাকা শহরে বাস করি ২০০০ সাল থেকে। এ শহরে বাস করত প্রায় ১ কোটি মানুষ। তখন আমি এটা ভেবে পুলকিত হতাম, এই কোটি অপরিচিত মানুষের ভীড়ে আছেন একজন আল্লামা সাঈদী। যাকে একপলক দেখার জন্য, একটু খানি যার কন্ঠ শোনার জন্য উম্মুখ হয়ে থাকতো সারা বাংলাদেশ। কি মুসলিম, কি অমুসলিম! কী এক অদৃশ্য টান! নাকি কুরআনের মু’জেজা! ইসলাম প্রচারে তিনি ছিলেন একটা জীবন্ত ইতিহাস। কালের কিংবদন্তি।

একসময় এই উপমহাদেশে আজিমুশশান, ইছালে ছওয়াব, ওয়াজ ও দোয়ার মাহফিল ইত্যাদির মধ্যে ইসলাম প্রচার সীমাবদ্ধ ছিল। আল্লামা সাঈদীও এসব মাহফিলে বয়ান পেশ করেছেন সেই ১৯৬৭ সাল থেকে। ১৯৭৩ সালে তিনি তাফসিরুল কুরআন মাহফিলের সূচনা করেন। সমসাময়িক বিষয়কে কুরআন-হাদীসের আলোকে বিজ্ঞানভিত্তিক উপস্থাপন করতেন। তাঁর সুললিত অথচ দরাজ কন্ঠের তাফসির মুসলমানদের ধর্ম-কর্মে মনোযোগী হতে উৎসাহিত করতো। অন্য ধর্মের কেউ কেউ তাঁর হাতে ইসলাম গ্রহণ করতেও দেখা গেছে বিভিন্ন সময়।

দল-মত, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সব একাকার হয়ে তাঁর ওয়াজ শুনতো। স্বতন্ত্র স্টাইল সকল ওয়ায়েজ থেকে তাঁকে আলাদা করেছে। এদেশে তিনিই প্রথম তাফসির মাহফিলে কুরআনের ভাবকে বৈপ্লবিক ভাবে উপস্থাপন করেন। তাঁর শ্রোতাদের বিরাট একটা অংশ ছিল উচ্চ শিক্ষিত ও যুবক শ্রেণি। একসময় (বিশেষ করে এরশাদের শাসনামলে) তাঁর মাহফিলে নিয়মিত বাঁধা দেয়ার চেষ্টা করতো কিছু এতিম-বামপন্থী। মাহফিলের দিন ডাকতো হরতাল। দেখা যেত, হরতালে সারাদিন মানুষ বাসায় অবসর সময় কাটিয়ে সন্ধ্যায় দল বেঁধে মাহফিলে চলে আসত। ফলে ‘হরতাল সফল মাহফিলও সফল’।

মাহফিলে ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’ ধ্বনি সাঈদীর মাহফিলেই প্রথম দেখা গেছে। এদেশে ‘ব্যাংক ব্যবস্হায় ইসলামি শরিয়া’ প্রবর্তনে কাজ করাদের অন্যতম তিনি। তাফসির-ওয়াজ ছাড়াও ৮৬টি ধর্মীয় গ্রন্থের রচয়িতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।
ধর্মীয় শিক্ষা প্রসারে অনন্য অবদান রাখেন। দেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের তিনি একজন। আরেক প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান নরসিংদী জামেয়া কাসেমীয়া আলীয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় তাঁর প্রত্যক্ষ সহযোগিতা ও পরামর্শ ছিল। তিনি এ মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রায় দুই যুগ। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা দেশের আরেক প্রখ্যাত আলেম মাওলানা সৈয়দ কামালুদ্দিন জাফরী। সাঈদী সাহেব খুলনা শহরে প্রতিষ্ঠা করেন দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ও দারুল কোরআন সিদ্দিকীয়া মহিলা কামিল মাদ্রাসা। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে এখন দায়িত্ব পালন করছেন তাঁর সুযোগ্য সন্তান আলহাজ্ব শামিম সাঈদী। যিনি আল্লামা সাঈদী ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।

মাদ্রাসা শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ’-এর তৎকালীন সভাপতি মাওলানা সাঈদী নিজ জেলা পিরোজপুর শহরে প্রতিষ্ঠা করেন ‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’। যার মাধ্যমে এখনো পরিচালিত হচ্ছে বিবিধ শিক্ষা, চিকিৎসা ও সেবামূলক কার্যক্রম। এর মধ্যে মাদ্রাসা, স্কুল, কলেজ, মহিলা মাদ্রাসা, কারিগরি স্কুল, মহিলা কারিগরি স্কুল, ইয়াতিমখানা, হেফজ মাদ্রাসা, কিন্ডারগার্টেন, দাতব্য চিকিৎসালয় অন্যতম।

৫০ বছরের বেশি সময় ইসলামের খেদমত করা আমার ভালোবাসা ও শ্রদ্ধার এ মানুষটিকে একান্তে দেখা ও কথা বলার প্রথম সুযোগ হয়েছিলো যতদূর মনে পরে, ১৯৯৭ সালের শুরুতে কুমিল্লা যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার তাফসির মাহফিলে। তাঁকে ঢাকার শহীদ নগরের বাড়ি থেকে অভ্যর্থনা জানিয়ে সফরসঙ্গী হয়েছিলাম। মাহফিল ছিলো সকাল ১০ টায়। সকালে যুক্তিখোলার ‘নাটোপাড়া’য় লাকসাম দৌলতগন্জ গাজীমুড়া আলীয়া মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম সাহেবের ছোটভাইয়ের বাড়িতে তাঁর সাথে নাস্তা করার সুযোগে উনার সীমিত আহার ও বিনয়ী স্বভাবের প্রাণবন্ত সময়টা উপভোগ করেছি।

পিরোজপুর-১ আসন থেকে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অর্থাৎ রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। আমাদের দেশে একসময় রাজনীতিতে উচ্চ শিক্ষিতরা থাকলেও তা যেন ধীরে ধীরে কমে আসছে। সমকালীন সময়ে যে কজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী তাদের অন্যতম। তিনি যে রাজনীতির করতেন, সে রাজনীতির সাথে আমার কোন সম্পর্ক নেই। তবে তাঁর রাজনীতির পিছনের মানুষটির সাথে আমার সখ্যতা আছে। এদেশের একজন প্রথিতযশা আলেম হিসেবে তাঁর অনবদ্য সব অবদানের জন্য আমি তাঁকে  গভীর শ্রদ্ধার সাথেই স্মরণ করি এবং আত্মার মাগফিরাত কামনা করি।

আমার মত বাংলাদেশের লাখো মানুষ তাঁকে স্মরণ করে। ধর্মপ্রাণ মানুষের অনুভুতির দিকে তাকিয়ে হলেও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেওয়া উচিৎ ছিলো। রাজনৈতিক জীবনের বাইরে ইসলাম প্রচারে তাঁর অন্যান্য যেসব অবদানের কথা উপরে উল্লেখ করেছি, তা কি সরকার বিবেচনায় নিতে পারতেন না?  বয়োবৃদ্ধ মানুষটা জীবনের শেষ কিছুদিন তার পরিবারবর্গের সাথে ইবাদত বন্দেগী করে সময় কাটানোর সুযোগ পেলে আমরা শান্তি পেতাম।  আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি ফ্যাসিবাদি খুনি হাসিনা ও হাসিনার দোসররা আল্লামা সাঈদীর প্রতি যে জুলুম করেছেন তার সর্বোচ্চ শাস্তি তারা ইহকাল ও পরকালে ভোগ করবেন।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com