অদ্য ০১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক জনাব নুর মোর্শেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোস্তফার সঞ্চালনায় দ্বীপজেলা ভোলা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিয়া মোঃ মোস্তফা কামাল, এডভোকেট মোঃ ইউসুফ, সৈয়দ সেলিম রেজা, মোঃ মাকসুদুর রহমান, মোঃ আলাউদ্দিন সহ ফোরামের নেতৃবৃন্দ ও ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্বীপজেলা জেলা একটি বহু পুরোনো দ্বীপ। এখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস সহ সম্ভাবনাময় বিভিন্ন খনিজ সম্পদ। তবে এই দ্বীপটি আগে থেকেই নদী ভাঙ্গন কবলিত এলাকা। যার প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ আগেই নদীতে বিলীন হয়ে গেছে। তারপরও বিভিন্ন অসাধু ব্যক্তিরা অবৈধ ভাবে ভোলার ৩ দিকের নদীগুলো থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। এতে করে কোন এক সময় দ্বীপজেলা ভোলা নদীতে বিলীন হয়ে যেতে পারে। তাই আমরা দাবী করছি অবিলম্বে দ্বীপজেলা ভোলাকে রক্ষায় বালু উত্তোলন বন্ধ করতে হবে। বিগত সরকারের ঘোষিত ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে। বিগত সরকারের ঘোষণার পরে সেতুর কাজ কিছুটা অগ্রগতি হলেও পরে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রকল্পটি পরিত্যক্তের পথে। আমরা জোরালো দাবী জানাই বর্তমানে যারা ক্ষমতায় আছেন এবং পরবর্তীতে যারা আসবেন তারা ভোলাবাসীর আকাঙ্ক্ষার সেতুটি বাস্তবায়ন করবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply