যশোর অভয়নগর বাঘুটিয়া ইউপির চেয়ারম্যান বাবুল আক্তার পেলেন বিবিসি বাংলা ২০২১ সম্মাননা।

আনোয়ার হোসেন। যশোর জেলার অভয়নগর উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার ইউনিয়নের ছিচকে চোর থেকে বড় ধরনের অপরাধীদের কুপকাথ সহ অসহায় জনগণের মাঝে থেকে সেবা প্রদান করায় বাংলাদেশ মানবাধিকার ক্রাইম ব্রাঞ্চ ও BBC বাংলা ২০২১ সম্মাননা পুরুষ্কার পেলেন। এই সম্মাননায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহ জনগনের কল্যান কাজে উৎস প্রদান করেন BBC বাংলা প্রতিষ্ঠানটি।এবিষয়ে চেয়ারম্যান বাবুল আক্তার নিকট জানতে চাইলে তিনি জানান, সম্মান দেওয়ার মালিক মহান রাব্বুল আলামিন। আল্লাহ না চাইলে আমি সম্মানিত হতে পারতাম না। রাব্বুল আলামিনের চাওয়া আর নিজের প্রচেষ্টায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী যার জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন দেশের স্বাদ পেতাম না তারই কন্যা বতমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কা নিয়ে আমি এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ পেয়েছি। আর প্রধানমন্ত্রীর দেওয়া সকল সুযোগ সুবিধা সঠিক ভাবে বন্টন করে জনগণের মাঝে পৌঁছে দেওয়ায় এবং আমি সকলের সহযোগিতা এই সম্মাননা পুরুষ্কার পেয়েছি।আর এই সম্মান আমি আমার ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।