March 14, 2025, 12:25 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
ভালুকায় শ্রমিক দলের নেতা কর্তৃক শিক্ষকের বাড়িতে হামলা, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন নতুন ফ্যাসিস্টরা গণমাধ্যমগুলো বন্ধ করতে চায় : মোমিন মেহেদী ভালুকায় পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের পায়তারা, গ্রাম্য মাতব্বরের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবীর অভিযোগ। ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল যাত্রী নিহত শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ২৪ ঘন্টার মধ্যে গৌরিপুর সার্কেল দেবাশীষ রায় ও ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানকে প্রত্যাহার করা না হলে ঈশ্বরগঞ্জ থানা ঘেরাও করা হবে বেনাপোল সীমান্তে মটরসাইকেল চোরাচালানীদের ধরতে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত।আহত-১ ধর্ষকের শাস্তির দাবীতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ৩ মাসের মধ্যে ফাঁসি ও নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল পোর্ট থানার অভিযানে বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামী গ্রেফতার। ৪ কেজি গাজা উদ্ধার। বেনাপোল পাসপোট যাত্রীর ভ্রমনকর জাল করার অপরাধে আবারো শামিম আটক। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ময়মনসিংহের ভালুকা ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ভালুকায় ফুট ওভার ব্রিজ দখলমুক্ত করতে নির্বাহী কর্মকর্তার অভিযান শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১৬তম দিন চলমান বরেণ্য শিল্পোদ্যোক্তা মোহাম্মদ ওমর ফারুক ট্রাভেল এন্ড ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ডে ভূষিত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১৫তম দিন চলমান ছয় ভারতীয় পাসপোর্ট ধারী ভ্রমনকর জালিয়াতির অভিযোগে আটক। ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও : মোমিন মেহেদী ভালুকায় গৃহবধূর উপর হামলা থানায় অভিযোগ ১ বছরে পথে-পরিবহনে ১ হাজার ৭৫৮ জন নারী নির্যাতিত; ধর্ষিত ৪১ : সেভ দ্য রোড বি এন পি নেতার বিরুদ্ধে ২৫৫বস্তা চাল লুটের অভিযোগ।।সকল দলীয়পদ স্থগিত। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১১তম দিন চলমান বিজিবি’র পৃথক অভিযানে ১ কোটি ৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি ৯ম দিন চলমান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম ট্রাভেল এন্ড ট্যুরিজম আইকনিক আজীবন সম্মাননায় ভূষিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছে জনসাধারণ ভালুকার মানুষের আস্থা অর্জন করেছে বিউটিফুল ভালুকা ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার থেকে লোপাট হলো ১৪,৯৪০ কোটি টাকা।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার থেকে লোপাট হলো ১৪,৯৪০ কোটি টাকা।

লাগামহীন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। অবস্থায় দেশের সাধারণ লোকেদের অবস্থা ভীষণ শোচনীয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কেন্দ্র করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ব্যাপরোয়া। এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এর সঙ্গে যোগসাজশ রয়েছে বর্তমান সরকারসহ উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরাও! ইতোমধ্যে দেশের সর্বাধিক মাত্র ৬ টি পণ্যের বাজারদর হিসেবে করে জানা যায়, এই ৬টি পণ্য থেকেই লোপাট হয়েছে ১৪,৯৪০ কোটি টাকা!

বিস্তারিত জানা যায়,

১) ডিম
প্রতিদিন ডিম লাগে ৪ কোটি। দুই মাস ধরে ডিম বিক্রি হয়েছে ১৫ টাকা হিসাবে। সরকার ডিমের দাম নির্ধারণ করেছে ১২ টাকা। তার মানে চার মাস যাবত ডিম প্রতি তিন টাকা লোপাট করেছে ৩ টাকা। হিসাব করলে পাওয়া যায়, ৪কোটি ডিম ১২০ দিনে ৩ টাকা করে হলে ১৪৪০ কোটি টাকা বর্তমান সরকার ও সিন্ডিকেট মিলে লোপাট করেছে।

২) সয়াবিন তেল
সয়াবিন তেলের হিসাবে দেখা যায়। প্রতিদিন লাগে ৫০ লক্ষ লিটার। চার মাসে ৬০ কোটি লিটার। বিগত সরকারের সময় ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় দাম বাড়াতে হয়েছিলো। তখন এরা বলেছিলো সয়াবিন তেলের দাম ৯০ টাকাই হওয়া উচিত। অথচ এখন ১৭০ টাকা। তাহলে কি ওরা প্রতি লিটারে ৮০ টাকা লোপাট করছে। চার মাসে সয়াবিন তেল থেকে তাহলে ৪৮০০ কোটি টাকা লোপাট করেছে সিডিকেটের সঙ্গে যোগসাজসে।

৩) চিনি
চিনির চাহিদা মাসে ১৫ কোটি কেজি। চার মাসে ৬০ কোটি কেজি। কেজি প্রতি চিনির দাম বেড়েছে ২০ টাকা। তার মানে লোপাট হয়েছে ১২০০ কোটি টাকা।

৪) পেঁয়াজ
মাসে পেঁয়াজের চাহিদা ৩ লক্ষ টন অর্থাৎ, ৩০ কোটি কেজি। চার মাসে ১২০ কোটি কেজি পেঁয়াজ লেগেছে। পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ২০ টাকা। তার মানে দুই মাসে সরকার ও সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে ২৪০০ কোটি টাকা।

৫) চাল
বর্তমান সময়ে সরকার চালের বাজারের দাম কেমন রেখেছে। দৈনিক চালের চাহিদা আরো বেশি বিবেচনায় নিয়ে মাথাপিছু দৈনিক আধা কেজি বা বার্ষিক জনপ্রতি ১৮২.৫০ কেজি হিসেবে চালের চাহিদা দাঁড়ায় ৩ কোটি ১০ লাখ ২৫ হাজার মেট্রিক টন। বীজ, অপচয় ও পশুখাদ্য হিসেবে আরো ১৫ শতাংশ যোগ করা হলে মোট চাহিদা দাঁড়ায় ৩ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার মেট্রিক টন। তার মানে, দেশে মাসে চাল লাগে প্রায় ২৫০ কোটি কেজি। ন্যায্যমূল্যের চেয়ে কেজিতে এক টাকা বেশি নেয়া মানেই সরকার ও সিন্ডিকেট মাসে ২৫০ কোটি টাকা হাতিয়ে নেয়। সরকার রাষ্ট্রীয় কোষাগারের বারোটা বাজিয়ে আমদানি শুল্ক কমালো ১০%।

৬) আলু
প্রতিদিন আলু লাগে ৩ কোটি কেজি। প্রতি কেজিতে ১০ টাকা বাড়া মানে দিনে ৩০ কোটি টাকা লোপাট। মাসে ৯০০ কোটি। চার মাসে আলু থেকেও ৩৬০০ কোটি টাকা লোপাট!

উল্লিখিত ছয়টি আইটেম যোগ করলে দেখা যায় মোট লোপাট হয়েছে ১৪৪০+৪৮০০+১২০০+২৪০০+১৫০০+৩৬০০ = ১৪,৯৪০ কোটি টাকা।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com