লাগামহীন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। অবস্থায় দেশের সাধারণ লোকেদের অবস্থা ভীষণ শোচনীয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কেন্দ্র করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ব্যাপরোয়া। এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এর সঙ্গে যোগসাজশ রয়েছে বর্তমান সরকারসহ উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরাও! ইতোমধ্যে দেশের সর্বাধিক মাত্র ৬ টি পণ্যের বাজারদর হিসেবে করে জানা যায়, এই ৬টি পণ্য থেকেই লোপাট হয়েছে ১৪,৯৪০ কোটি টাকা!
বিস্তারিত জানা যায়,
১) ডিম
প্রতিদিন ডিম লাগে ৪ কোটি। দুই মাস ধরে ডিম বিক্রি হয়েছে ১৫ টাকা হিসাবে। সরকার ডিমের দাম নির্ধারণ করেছে ১২ টাকা। তার মানে চার মাস যাবত ডিম প্রতি তিন টাকা লোপাট করেছে ৩ টাকা। হিসাব করলে পাওয়া যায়, ৪কোটি ডিম ১২০ দিনে ৩ টাকা করে হলে ১৪৪০ কোটি টাকা বর্তমান সরকার ও সিন্ডিকেট মিলে লোপাট করেছে।
২) সয়াবিন তেল
সয়াবিন তেলের হিসাবে দেখা যায়। প্রতিদিন লাগে ৫০ লক্ষ লিটার। চার মাসে ৬০ কোটি লিটার। বিগত সরকারের সময় ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় দাম বাড়াতে হয়েছিলো। তখন এরা বলেছিলো সয়াবিন তেলের দাম ৯০ টাকাই হওয়া উচিত। অথচ এখন ১৭০ টাকা। তাহলে কি ওরা প্রতি লিটারে ৮০ টাকা লোপাট করছে। চার মাসে সয়াবিন তেল থেকে তাহলে ৪৮০০ কোটি টাকা লোপাট করেছে সিডিকেটের সঙ্গে যোগসাজসে।
৩) চিনি
চিনির চাহিদা মাসে ১৫ কোটি কেজি। চার মাসে ৬০ কোটি কেজি। কেজি প্রতি চিনির দাম বেড়েছে ২০ টাকা। তার মানে লোপাট হয়েছে ১২০০ কোটি টাকা।
৪) পেঁয়াজ
মাসে পেঁয়াজের চাহিদা ৩ লক্ষ টন অর্থাৎ, ৩০ কোটি কেজি। চার মাসে ১২০ কোটি কেজি পেঁয়াজ লেগেছে। পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ২০ টাকা। তার মানে দুই মাসে সরকার ও সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে ২৪০০ কোটি টাকা।
৫) চাল
বর্তমান সময়ে সরকার চালের বাজারের দাম কেমন রেখেছে। দৈনিক চালের চাহিদা আরো বেশি বিবেচনায় নিয়ে মাথাপিছু দৈনিক আধা কেজি বা বার্ষিক জনপ্রতি ১৮২.৫০ কেজি হিসেবে চালের চাহিদা দাঁড়ায় ৩ কোটি ১০ লাখ ২৫ হাজার মেট্রিক টন। বীজ, অপচয় ও পশুখাদ্য হিসেবে আরো ১৫ শতাংশ যোগ করা হলে মোট চাহিদা দাঁড়ায় ৩ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার মেট্রিক টন। তার মানে, দেশে মাসে চাল লাগে প্রায় ২৫০ কোটি কেজি। ন্যায্যমূল্যের চেয়ে কেজিতে এক টাকা বেশি নেয়া মানেই সরকার ও সিন্ডিকেট মাসে ২৫০ কোটি টাকা হাতিয়ে নেয়। সরকার রাষ্ট্রীয় কোষাগারের বারোটা বাজিয়ে আমদানি শুল্ক কমালো ১০%।
৬) আলু
প্রতিদিন আলু লাগে ৩ কোটি কেজি। প্রতি কেজিতে ১০ টাকা বাড়া মানে দিনে ৩০ কোটি টাকা লোপাট। মাসে ৯০০ কোটি। চার মাসে আলু থেকেও ৩৬০০ কোটি টাকা লোপাট!
উল্লিখিত ছয়টি আইটেম যোগ করলে দেখা যায় মোট লোপাট হয়েছে ১৪৪০+৪৮০০+১২০০+২৪০০+১৫০০+৩৬০০ = ১৪,৯৪০ কোটি টাকা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply