জোড় ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে সাদপন্থী শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) সাথী মোহাম্মদ হোসেন।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান সংবাদটি নিশ্চিত করেন। মামলায় আসামিরা হলেন- সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফীউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার উরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০), ও অ্যাডভোকেট ফরিদ (৪৫)।
মামলার বিবরণে বলা হয়, আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১১৪/৫০৬/৩৪ ধারায় অপরাধ করেছেন।
এর আগে ১২ ডিসেম্বর দুপুরে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থী) ২০১৮ সালে ইজতেমায় দুই মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থীদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় সাদপন্থীরা স্টেশন রোড অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটলে সাদপন্থীদের ৫ জন আহত হন। এই ঘটনায় সাদপন্থীরা ৩৪ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় জুবায়েরপন্থী ৩৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply