আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ কর্মস্থলে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজ দফতরে যোগদান শেষে তিনি উপজেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে কোশল বিনিময় করেন। এসময় সদ্য বিদায়ী ভালুকা উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান বিদায় নেয় এবং নয়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান উপস্থিত ছিলেন। সদ্য বিদায়ী ভালুকা উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের আগে ময়মনসিংহ ডিসি অফিসে কর্মরত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply