নিজস্ব প্রতিনিধিঃ মহান বিজয়ের মাসে অনুপ্রাস জাতীয় কবি সংগঠন ঢাকা মহানগর শাহ্আলী থানা শাখার উদ্যোগে ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বিকেল ৪ টায় রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল কবিতা আবৃত্তি, কবি আড্ডা ও বই পরিচিতি অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে তারুণ্যদীপ্ত প্রেম ও দ্রোহের কবি; “কবি হেলাল হাফিজ” এর মৃত্যুতে উপস্থিত কবি ও অতিথিবৃন্দ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত কবি ও অতিথিবৃন্দ তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং কবিতা ও অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর কেন্দ্রীয় নেতৃ কবি হেনা রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অনুপ্রাস এর ঢাকা বিভাগীয় সভাপতি কবি আলী মুহাম্মদ লিয়াকত। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অনুপ্রাণ ঢাকা মহানগর এর সাধারণ সম্পাদক কবি কাজী হেমায়েত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর কেন্দ্রীয় সহ-সভাপতি সামসুন্নাহার ফারুক। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি রিনা তালুকদার। কবি গিয়াস উদ্দিন চাষা। কবি কবীর হুমায়ূন। কবি মোহাম্মদ মনোয়ার হোসেন। কবি রমজান আলী। কবি মুহম্মদ আব্দুর রাজ্জাক চিশতী। কবি জসিম উদ্দিন। কবি মোহাম্মদ আনোয়ার হোসেন (মিলন)। অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারক এবং সংগঠক নাসির উদ্দিন। এ্যাডভোকেট এম. ফিরোজ আলী (শ্রাবণ)। চিত্রশিল্পী গোলাম সাকলাইন। মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুপ্রাস জাতীয় কবি সংগঠন ঢাকা মহানগর শাহ্ আলী থানা শাখার সভাপতি কবি লেখক গবেষক প্রকাশক ও সাংবাদিক শেখ নজরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুপ্রাস এর শাহ্ আলী থানা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোহাম্মদ আহসান হাবীব।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply