আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ‘সাম্য ও মানবিক ভালুকা গড়ার’ প্রত্যয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ভালুকা পাইলট স্কুল মাঠে ওই তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের উৎসব বাস্তবায়ন কমিটির আয়োজনে ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনুজ্জামান সরকার রুকন, সহ- সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরী।
তারুণ্যের উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক রাফি উল্যাহ চৌধুরী ও ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল ওই উসৎব সঞ্চালনা করেন।
দিন ব্যাপী ওই তারুণ্যের উৎসবে রক্তাক্ত জুলাই নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, রশি টান, হা-ডু-ডু, হাত পাঞ্জা, ‘উই রিভোল্ট টু টেক ব্যাক বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন, নৃত্য, বাউল সঙ্গীত, মহুয়ার পালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply