১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বিবৃতিতে গভীর শ্রদ্ধার সাথে মহান স্বাধীনতা যুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন এবং বিভিন্ন সময় বয়সের কারণে যেসকল মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। নেতৃবৃন্দ বলেন, ২৪’র গণঅভ্যূত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও আমাদের বিনম্র শ্রদ্ধা। নেতৃবৃন্দ বলেন, বিজয়ের ৫৪ বছরে পা রেখে এখনও ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্তি পাইনি। আমাদের বিজয়ের ৫৪’র শপথ হবে সকল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য। এনডিপি’র পক্ষ থেকে ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে সকালে শ্রদ্ধা নিবেদন করা হবে।
শহীদ বুদ্ধিজীবীর বেদিতে এনডিপি’র শ্রদ্ধা
১৪ ডিসেম্বর সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবীর বেদিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা গণমাধ্যমকে বলেন, ৫৩ বছর আগে যাদের পরিকল্পনায় আমাদেরকে মেধা ও নেতৃত্ব শূন্য করার জন্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল তারাই ৫ই আগস্টের আগে আমাদের রাজনীতিকে নেতৃত্ব শূন্য করার জন্য গুম-খুন, হত্যার রাজনীতি বেছে নিয়েছিল। ফ্যাসিবাদদের দোসরদেরকে সমুলে নির্মুল করতে পারলেই আমাদের মুক্তিকামী মানুষ মুক্তি পাবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply