ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন৷ এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি এলাকায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, ভালুকা থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি গফরগাঁও উপজেলার বিরুনিয়া যাচ্ছিল৷ এসময় গফরগাঁও থেকে ভালুকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশাটি। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি উপজেলার বিরুনিয়া গ্রামের বাসিন্দা৷ এসময় এক নারী ও দুজন পুরুষকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, সড়কটি সরু থাকলেও বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply