ফাহাদ মোল্লা (নিজস্ব প্রতিবেদক) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর বাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে শুক্রবার জুম্মার নামাজের পর সাদপন্থি নিষিদ্ধকরণ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর বুধবার গভীর রাতে টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার মাঠে প্যান্ডেল নির্মাণে কর্মরত তাবলীগের আলমী শুরার আলেম উলামা, মাদরাসার শিক্ষার্থী ও মুসল্লীদের উপর ফ্যাসিস্টদের দোসর সাদপন্থি সন্ত্রাসী ও খুনীদের নৃশংস হামলায় ৪ জন নিহত ও সহস্ত্রাধিক নির্মম ভাবে জখম ও আহত হওয়ায় সাদপন্থিদের নিষিদ্ধ করন, দ্রুত খুনিদের গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তিপ্রদান ও সর্বস্তরে তাদের কার্যক্রম বন্ধের দাবীতে মানববন্ধন।
ধীপুর ইউনিয়নের ইমাম উলামা ও সর্বস্তরের তৌহিদি জনতার স্বতস্ফুর্ত উপস্থিতিতে প্রায় সকল মসজিদ ও মাদরাসা হতে হাজার হাজার মুসল্লিগণ বিভিন্ন মিছিল নিয়ে ও উক্ত দাবীর প্রেক্ষিতে স্লোগান দিতে দিতে জড়ো হতে থাকেন। এতে বক্তব্য প্রদান করেন।
মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা তাওহীদুল ইসলাম, মুফতী মাসূম বিননূরী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা মুহসিন, মুফতী আলী আসগার, মাওলানা সা‘দ সাদী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা শিহাব উদ্দীন, মাওলানা ওমর ফারুক, মাওলানা জাফর আহমাদ, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা সালমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ সহ ধীপুর ইউনিয়নের ইমাম উলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলেই ফ্যাসিস্টদের দোসর সাদপন্থি খুনিদের নিষিদ্ধকরণ, গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তি প্রদান ও তাদের সর্বোস্তরের কার্জক্রম বন্ধের দাবি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply