আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ গতকাল শুক্রবার সন্ধ্যার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেন বলে বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া জানান।
সুন্দর বনের দুবলার চরে মাছ ধরার সময় ভারতের কোস্ট গার্ডের হাতে আটকের পর নয় মাস সাজা খেটে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি জেলে।
বিশেষ ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তারা দেশে ফিরেছেন, ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় আনা হয়েছে, বলেন পুলিশের এই কর্মকর্তা।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ভারত থেকে ফেরত আসা জেলেদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির জিম্মায় দেওয়া হয়েছে।
ফেরত আসারা হলেন- পটুয়াখালির আব্দুল মালেকের ছেলে গোলাম রব্বি, মান্নান হাওলাদারের ছেলে জামাল হোসেন, আব্দুল জলিলের ছেলে মাসুম বিল্লাল, নাজির হুসাইনের ছেলে মোহাম্মদ হুসাইন, আব্দুর রহমানের ছেলে ইয়াসিন খান ও দিনাজপুরের সফি উদ্দিন কাজির মেয়ে রসিদা বেগম। তাদের বয়স ৩৫ থেকে ৫০ এর মধ্যে হবে।
ওসি ইমতিয়াজ বলেন, ২০২৩ সালে মোংলার সুন্দরবনের দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে দেশটির কোস্ট গার্ড তাদের আটককরে ধরে নিয়ে যায়।
আটক জেলেদের ভারতের দমদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেখান থেকে তাদের আদালতে তোলা হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয় মাসের সাজা দেওয়া হয়। সাজা ভোগ শেষে আরো তিন মাস লেগে যায় সব প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফেরত পাঠায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply