ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সা’দ পন্থীদের বর্বরোচিত হামলার বিচার ও বাংলাদেশে সা’দ পন্থীদের নিষিদ্ধকরণের দাবীতে ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও গণসমাবেশ করেছেন শুরায়ীনেজামের তাবলীগী সাথীরা।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকালে হবিরবাড়ী ইউনিয়ন সর্বস্তরের তৌহিদী জনতা ব্যানারে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ডে এলাকায় প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই গণসমাবেশ করেন তারা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগ পরেন দূর-পাল্লার যাত্রীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান মাহমুদ সহ মডেল থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্প্রতি, ১৮ ডিসেম্বর গভীর রাতে সা’দ পন্থীদের হামলায় টঙ্গী ইজতেমার ময়দানে ৪জন শহীদ ও প্রায় দুই শতাধিক আহতের ঘটনায় দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবী জানান বিক্ষুব্ধরা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply