আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ইং তারিখে বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে হেপাটোলজি ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে বিদেশী বিশেষজ্ঞ শিক্ষক ও চিকিৎসকের মাস্টার্স ক্লাসের অংশ হিসেবে আয়োজিত মিট দ্যা এক্সপার্টে লেকচার প্রদানসহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের টেনেসি চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্য সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টেনিস বিশ্ববিদ্যালয়ের হেলথ সাইন্স সেন্টারের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজনীন সুলতানা আহমেদ, এমডি। বিএসএমএমইউর হেপাটোলজি ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ আয়োজিত এই মিট দ্য এক্সপার্ট (হেপাটোলজি এন্ড গ্যাস্ট্রোএন্টারোলজি মাস্টার্স ক্লাস) বিষয়ক উচ্চ শিক্ষার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম মহোদয়। এসময় গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ দেওয়ান সাইফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মাসুদুর রহমান খান, সহকারী অধ্যাপক ডা. এবিএম ছফিউল্লাহ, হেপাটোলজি বিভাগের শিক্ষক ডা. সাইফুল ইসলাম এলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, শুধু এই বিশ্ববিদ্যালয়ে নয়, হেপাটোলজি এন্ড গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে এ ধরণের উচ্চতর শিক্ষা বিষয়ক অনুষ্ঠান, এ দেশে এই প্রথম। এই ধরণের আয়োজন দেশ বিদেশের উচ্চতর মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতায় চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা ও চিকিৎসাসেবা এবং গবেষণাকে বিশ্বমানে উন্নীত করতে বিরাট অবদান রাখবে। চিকিৎসা বিজ্ঞানের সকল বিষয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply