ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম এক যুক্ত বিবৃতিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বীর বিক্রমকে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সন্তান। তাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন। রাজনৈতিক মতপার্থক্য বা ভিন্ন মতের কারণে যেসকল দুস্কৃতিকারী একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply