চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে কিডনী ও লিভার ট্রান্সপ্ল্যান্টেশন, ইনফারটিলিটি সেবা কার্যক্রম গতিশীল করার জোর তাগিদ দিয়েছে বিএসএমএমইউ প্রশাসন। আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ইং তারিখে বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম মহোদয় সুপার স্পেশালাইজড হাসপাতালের নব নিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই তাগিদ দেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, অতিরিক্ত পরিচালক ডা. মোঃ শহিদুল হাসান, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ডা. মোঃ রহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। শীতের এই সকালে অনুষ্ঠিত এই সভার মাধ্যমে সুপার স্পেশালাইজড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও কর্মমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাননীয় উপাচার্য মহোদয় ও প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় যেসকল রোগের রোগীরা বেশি করে চিকিৎসার জন্য বিদেশে যান সেই সকল রোগের রোগীদের দেশেই সর্বাধুনিকমানের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। রোগীদের বিদেশমুখীতা কমাতে পারলে দেশের রোগীরা যেমন কম খরচে জটিল জটিল রোগের চিকিৎসাসেবা পাবেন একইভাবে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে যা দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখবে। প্রতি বছর কিডনী ও লিভার ট্রান্সপ্ল্যান্ট, সন্তান লাভের আশায় ইনফারটিলিটি সেবা নিতে প্রচুর সংখ্যক রোগী বিদেশে গমন করেন এতে করে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয় যা রোগীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও দেশের অর্থনীতির জন্যও একটি বড় সমস্যা। তাই দেশেই যাতে কিডনী ও লিভার ট্রান্সপ্ল্যান্ট, ইনফারটিলিটির ক্ষেত্রে বিশ্বমানের চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মত দেয় বিএসএমএমইউ প্রশাসন। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে এসকল চিকিৎসাসেবা নিশ্চিত করা ও গতিশীল করা যায় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার তাগিদ দেন। এসময় হৃদরোগ চিকিৎসায় বিশেষ করে শিশু হৃদরোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করারও উপর তাগিদ দেওয়া হয়। সুপার স্পেশালাইজড হাসপাতালে যেসকল মডিউল ওটি, অবস এন্ড গাইনী ওটিসহ যেসকল ওটি রয়েছে তা পূর্ণাঙ্গরূপে চালুর উপর গুরুত্বারোপ করা হয়। সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে এক্সিডেন্ট এন্ড এমারজেন্সি সেন্টার, কিডনী ডিজিসেস এন্ড কিডনী ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কাডিও এন্ড সেরেব্রো ভাসকুলার সেন্টার, হেপাটোবিলিয়ারি, হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, প্যানক্রিয়েটিভ ডিজিসস এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট, একশত শয্যার আইসিইউ ইউনিট ইত্যাদি পূর্ণাঙ্গরূপে সক্রিয় করার উপর গুরুত্বারোপ করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply