আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ ভারতে অবৈধপথে প্রবেশকালে বাংলাদেশি দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরবেলা যশোর শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এই দুই নারীকে আটক করা হয়েছে।
আটক কৃত হলেন- নড়াইল জেলার সদর থানার সড়কের ডাঙ্গা গ্রামের বুলবুল মুন্সির মেয়ে সুমি খানম (২৫)সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের ফিলিপ সরকারের মেয়ে পিংকিসরকার (২৫)।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি, শার্শা শিকারপুর সীমান্ত দিয়ে বেশ কিছু নারী-পুরুষ অবৈধপথে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোরে বিজেপির একটি বিশেষ অভিযানিক দল শিকারপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায়। এই সময় কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও দুই নারীকে আটক করা হয়। আটক কৃত দুই নারীকে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply