সাউন্ডবাংলা-বিজয়ের কবিতা-ছড়া পাঠ প্রতিযোগিতায় ৫ বিজয়ীকে পুরস্কার প্রদান করেছে জাতীয় সাংস্কৃতিকধারা। বুধবার বিকেলে ‘বিজয় আসে সাহস-সততা-নীতিতে, বিজয় আসে সংগ্রাম আর ধর্ম-দেশের প্রীতিতে’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের মফস্বল বার্তা সম্পাদক কবি আশরাফুল ইসলাম। প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার নির্বাহী পরিচালক মোমিন মেহেদীর সঞ্চালনায় ও জাতীয় সাংস্কৃতিকধারার সাধারণ সম্পাদক শান্তা ফারজানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কবি রূহুল ইসলাম টিপু, কবি সাইফুল ইসলাম চৌধুরী, কবি বশির উদ্দিন, কবি বিমল সাহা এবং সাংবাদিক এসএন রুমা। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কাশফিয়া নাহিয়ান, দ্বিতীয় ( যৌথ) আবু বকর সিদ্দীক, তাসলিমা আক্তার এবং তৃতীয় ( যৌথ ) হয়েছেন জিকরুল ইসলাম ও মাহফুজ ইকরাম।
উল্লেখ্য, প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা ২০০৪ সাল থেকে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি, শহিদ মিনার, পুরানা পল্টনসহ বিভিন্ন এলাকায় পথশিশুদের জন্য শিক্ষা, কবি-সাহিত্যিকদের জন্য সাহিত্য-সাংস্কৃতিক আয়োজনসহ অলাভজনক বহুমূখি কর্মকাণ্ড চালিয়ে অ্সছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply