বেনাপোল থেকে এনামুলহকঃ যশোর জেলার সীমান্তবর্তী শার্শা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। আটকের পর তাকে যশোর শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শার্শা থানা পুলিশ সোমবার তোতাকে যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দেশ ত্যাগের চেষ্টায় তিনি ব্যর্থ হয়েছেন। কবির উদ্দিন তোতা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে।
শার্শা থানার এসআই উজ্জল হোসেন জানান, সোমবার ভোরে তাকে ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা-চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, আওয়ামীলীগ সরকারের আমলে তিনি নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। সর্বশেষ সোমবার ভোরে তাকে আটক করা হয়। গত বছরের ১২ সেপ্টেম্বরের একটি চাঁদাবাজি মামলায় তাকে আটক দেখিয়ে গত ১৭ই মার্চ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply