মোঃ শাহীন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধিঃসমাজের সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করেছে যশোর জেলার শার্শা উপজেলার অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “শার্শা উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিবার”। শুক্রবার (২১ মার্চ) সংগঠনটির উদ্যোগে উপজেলার বেনাপোল বাজারে ইফতার বিতরনের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিবার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবীঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বী বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
প্রতিনিধিগনের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ রিপন হোসেন ,ইমরান হোসেন,মহাসিন হৃদয়,মেহেদী, মোঃ মারুফ হোসেন, মোঃ আশরাফুল আলম সহ আরো অনেকে।
ইফতার বিতরনের এ মহান উদ্দোগকে পথচারীরা ও সুবিধাবঋিত মানুষগুলো আপ্লুত করে। শার্শা উপজেলা স্বেচ্ছাসেবীঐক্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের আহ্বান জানান।
সংগঠনটির এই মহতী উদ্যোগ সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন।ভবিষ্যতে সংগঠনটি আরও ব্যাপক পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে সমাজের সকল স্তরের মানুষ উপকৃত হতে পারে।এ ধরনের উদ্যোগ শুধু দান-সাহায্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিতদের প্রতি সহানুভূতি ও ভালোবাসার প্রকাশ।
উল্লেখ্য,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিবার সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক উন্নয়ন, মানবসেবা ও বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে কাজ করছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply