বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মনিরুজ্জামান নামে পুলিশের একজন এএসআইকে আটক করেছে রংপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে রংপুর নগরীর নুরপুর এলাকায় একটি ৬তলা ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত এএসআই মনিরুজ্জামান বর্তমানে কুড়িগ্রামের পুলিশ লাইনে কর্মরত আছেন। তার বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা যায়।
জেলা প্রশাসকের অফিস ভবনের একটি কক্ষে বেলা সাড়ে ১২ টায় এ খবর লেখা পর্যন্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য গণনা করছিলেন আইন প্রয়োগ কারী সংস্থার লোকজন।
জেলা প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট রাহাত বিন কুতুব।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply