১২ অগ্রহায়ন ১৪৩১, ২৭ নভেম্বর বুধবার ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে ভাষাশহিদ আবদুস সালামের ৯৯ তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আজিমপুর কবরস্থানে ভাষাশহিদ আবদুস সালামের কবরের সামনে (রাষ্ট্র কর্তৃক চিহ্নিত) সংগঠনের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া, শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ড. মোমতাজউদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে পুরো অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মআআ মুক্তাদীর, সৈয়দ নাজমুল আহসান, মীর সামসুল আলম বাবু, ভাষাশহিদ আবদুস সালামের ভ্রাতৃস্পুত্র নূরে আলম, ভাষাসৈনিক অধ্যক্ষ আবুল কাশেমের পুত্র নাজমুল আহসান, নাসিমুল বারী, আওলাদ হোসেন বুল বুল, ফরিদ সাঈদ, মাহবুবুল হক, রিয়াদ মাহমুদ খান, মোস্তাফিজ সুজন, হাসানুল বান্না, ফারুক আহমেদ, ফুয়াদ মেহেদী, জিহাদ মোহাম্মদ, ডালিয়া কোরাইশীসহ অন্যান্যরা।
সভায় বক্তারা ঐতিহাসিক ভাষা আন্দোলনের ভাষাশহিদ আব্দুস সালামের কবরটি সংরক্ষণে কর্তৃপক্ষের আরো দৃশ্যমান জোড়ালো ভূমিকা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদে উত্থাপিত ১১ দফা দাবির অন্যতম দাবি সকল ভাষাশহিদদের কবর যথাযথ সংরক্ষণ এবং যথাযোগ্য মর্যাদা প্রদানের প্রতিও কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply