আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় জবরদখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা ‘লাউতি খাল’ উদ্ধার কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি ফারহান লাবীব জিসানের নেতৃত্বে ২৩ নভেম্বর (শনিবার) দুপুরে অভিযান চালিয়ে পৌরসভার কাঠালী এলাকায় লাউতি খালের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, একসময় এই খাল দিয়ে নৌকা চলাচল করতো কিন্তু বিভিন্ন শিল্প কারখানা মাটি ভরাট করে খাল জবরদখল করে ফেলে। প্রশাসনের উদ্ধার কার্যক্রমকে সাদুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ফারহান লাবীব জিসান বলেন, মাটি ভরাট করে অনেক অংশে দীর্ঘদিন যাবৎ পানি প্রবাহ আটকে ছিলো। পানিপ্রবাহ টিকিয়ে রাখতে ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি লাগবে পৌর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার কাজ শুরু হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply