আনোয়র হোসেন নিজস্বপ্রতিনিধিঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতের তৈরি ফেনসিন্ডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনও মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ফেনসিডিলএর চালানটি উদ্ধার করে (বিজিবি) সদস্যরা ।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী সীমান্তের পশ্চিমপাড়া এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান বাংলাদেশ সীমান্তে এনে মজুত করছে। বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে ফেন্সীডিল ব্যবসায়ীরা কয়েকটি বস্তা ফেলে ইছামতি নদীতে ঝাপ দিয়ে পার হয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দলের বিজিবি সদস্যরা বস্তাগুলো ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply