বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম বলেছেন, মওলানা ভাসানীর আদর্শ, সংগ্রাম, ত্যাগ, জুলুম, নির্যাতন আগামীর প্রজন্মের কাছে তুলে ধরে দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে হবে। তিনি ছিলেন এদেশের মজলুম মেহনতি মানুষের আশা ও প্রেরণা। ইতিহাস থেকে মওলানা ভাসানীর অবদান মুছে ফেললেও এদেশর মানুষের মন থেকে তাকে মুঝে ফেলা যাবে না। বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে। এসময় মওলানা ভাসানীর মত একজন ব্যক্তির খুবই প্রয়োজন ছিল।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা মওলানা ভাসানী। তাকে রাজনৈতিক গুরু হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভূক্ত করতে হবে।
উপমহাদেশের অবিসংবাদিত নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল এর উদ্যোগে ১৭ নভেম্বর, রবিবার বিকেলে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তর বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো: তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রাজনীতিবিদ শরিয়ত উল্লাহ মাস্টার, আব্দুর রশিদ সরকার, মেকাইল হোসেন খন্দকার, এটি এম জাহাঙ্গীর আলম, মোঃ আনিসুর রহমান, আলহাজ্ব খোকা মিয়া, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ওয়াহেদ আলী, মোঃ নুরুল ইসলাম, হাফিজ এম এ মুঈদ মুত্তাকীন, শাহ সোলেমান ফকির, ফারুক হোসেন, আবদুর সাত্তার মুন্সি প্রমূখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply