মোঃ শাহীন হোসেন, শার্শা: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রি পিচ, কম্বল, কসমেটিক্স সামগ্রী এবং মটর সাইকেল আটক।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ জানুয়ারি ২০২৫ তারিখে বেনাপোল আইসিপি, হিজলী বিওপি এবং মাসিলা বিওপির এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ সর্বমোট ১,৯৬,১০০/-(এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশত)টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রি পিচ, কম্বল, কসমেটিক্স সামগ্রী এবং মটর সাইকেল আটক করে। আটকৃত আসামীঃ মোঃ ওলিয়ার হোসেন(৪১), পিতাঃ মৃত- ডাঃ আলতাফ হোসেন,গ্রাম- দিঘল সিংদাহ, থানা- চৌগাছা, জেলা- যশোর।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply