মোঃ শাহীন হোসেন,শার্শা: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, মোবাইল ও কসমেটিক্স সামগ্রী আটক।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বেনাপোল বিওপি, আন্দুলিয়া বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *০১জন আসামীসহ সর্বমোট ২০,০০,৫০০/- (বিশ লক্ষ পাঁচশত) টাকা* মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, মোবাইল ও কসমেটিক্স সামগ্রী আটক করতে সক্ষম হয়।
বিজিবি’র অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply