মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে কবিসংসদ বাংলাদেশের উদ্যোগে ‘বিজয়ের কবিতা উৎসব ২০২৪’ ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে ঢাকার ঠাটারী বাজারস্থ জাগ্রত মহানায়ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও নির্বাহী কমিটির সাবেক সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, যা বাঙালি জাতির শ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। এই অর্জনে দেশের কবি-সাহিত্যিকদের রয়েছে অসামান্য অবদান। কবিরা সব সময় নির্যাতিত, নিষ্পেষিত মুক্তিকামী মানুষের মুক্তির লক্ষ্যে ও মানবাধিকার সুনিশ্চিত করার জন্যে কাজ করেন। কবি ও কবিতা মানুষের শক্তি ও প্রেরণার উৎস।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. গাজী রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের উপদেষ্টা কবি আসাদ কাজল, জাগ্রতমহানায়ক শিহাব রিফাত আলম ও লায়ন খান আখতারুজ্জামান। কবিসংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল হোসেন। কবিসংসদ বাংলাদেশের সহ-সভাপতি কবি হালিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ফারুক প্রধান, কবি সুবর্ণা দাস, কবি রলি আক্তার, কবি শারমিন বিথী। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় কবি- সাহিত্যিক ছাড়াও দেশের বরেণ্য কবি- সাহিত্যিক ও লেখকগণ অনুুষ্ঠানে অংশগ্রহণ করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply