রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্য মুক্ত সমাজ গড়তে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মফস্বল সাংবাদিকদের জন্য সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ৩০ ডিসেম্বর সোমবার দিনব্যাপী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার সংবাদের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এড. জোবায়দা পারভিন, প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আখী নূর আলী ঝর্ণা, আরজেএফ’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নূর কামাল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাহিদুল ইসলাম।
অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহমুদ আল ফয়সাল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক এর চিফ রিপোর্টার শামছুদ্দীন আহমেদ, আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, আরজেএফ’র অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া। এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আরজেএফ’র ১০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন বিষয়ক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আরজেএফ’র যুগ্ম মহাসচিব শাহ মেহেদী হাসান লিটন, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ঈশা খাঁ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সাধারণ পরিষদ সদস্য কাজী আব্দুল মান্নান, মোঃ রায়হান হোসেন, মোঃ রবিউল ইসলাম, মনিরা জাহান খান, নূর ইসলাম নুরু প্রমুখ। অনুষ্ঠানে ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে আরজেএফ বিজয় সম্মাননা প্রদান করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply