আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে পৌর সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এর নেতৃত্বে থানা পুলিশ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান। এসময় কয়েকটি দোকানীকে বিভিন্ন পরিমাণে অর্থ দন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, তাই আমরা আজকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দাম রাখা সহ কয়েকটি কারণে কয়েকজন দোকানীকে জরিমানা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply