আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ যশোর যাত্রীবাহী বাসের ভেতরে পড়েছিল বাপ্পি হোসেন (২৬) নামে একজন বাস হেলপারের রক্তাক্ত মরদেহ। শুক্রবার রাতের যে কোনও এক সময় যশোর শহরের মণিহার সিনেমা হল সংলগ্ন পেট্রোল পাম্পের পাশে যাত্রীবাহী বাসের মধ্যে ।
নিহত বাপ্পি হোসেন বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
সরদার ট্রাভেল নামের ওই বাসটি (ঢাকা মেট্রো-ব- ১৪-৯৭৯৮) চালক এনামুল মৃধা জানিয়েছেন,গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ঢাকা থেকে বাসটি নিয়ে যশোর মনিরুদ্দিন পেট্রোল পাম্পের পাশে রাখেন। এরপর তিনি ও সুপারভাইজার উজ্জ্বল বাসায় চলে যান। বাসের হেলপার বাপ্পিকে গাড়িতে রেখে যান। সকাল ৭টা ৩০মিঃএর দিকে এসে বাসের ভেতর বাপ্পিকে মৃতঃ অবস্থায় পান। পাশে একটি চাকু পড়েছিল।
কোতয়ালি মডেল থানা যশোর ওসি (তদন্ত) বাবুল আক্তার জানান, বাপ্পির শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে,বাপ্পিকে কেবা কারা হত্যা করেছে উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।
বাস চালক এনামুল মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানা যশোর ওসি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply