বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে তোলার পর জামিন নামঞ্জুর করা হয়।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে তার বিরুদ্ধে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।
কারাগারে প্রেরণের আদেশ দেওয়ার সময় কারাগারে ধর্মীয় বিধি অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে খাবার-দাবার ও অন্যান্য সুবিধা দেওয়ার আদেশও দিয়েছেন আদালত।
গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply