মাহমুদুল হাসান,যশোর : যশোর শিশু উন্নয়ন কেন্দ্র হতে পলাতক ৮বন্দির মধ্যে চারজন উদ্ধার হয়েছে।উদ্ধারকৃতরা হলো যশোরের হৃদয়,ফারদিন দূর্জয়,খুলনার রোহান গাজী ও নড়াইলের মুন্না।কেন্দ্রের কর্মকর্তারা অভিভাবকদের সাথে যোগা যোগের মাধ্যমে তাদের কে উদ্ধার করা হয়েছে।
কেন্দ্রটির তত্তাবধায়ক জাকির হোসেন জানান,রবিবার দিবাগত রাত ২টার পর কেন্দ্রের ৮ বন্দি শিশু জানালা ভেঙ্গে পালিয়ে যায়।পরপরই তাদের উদ্ধার কাজ শুরু করেন তারা।সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় সোমবার রাতে হৃদয়,ফারদিন দূর্জয়,রোহান গাজী ও এবং মঙ্গলবার সকালে মুন্নাগাজী কে উদ্ধার করা হয়েছে।অন্যদেরকেও ফিরিয়ে আনার চেষ্ঠা চলছে বলে আরো জানান তিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply