মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় সাংবাদিক শাহজাহান সাজুর বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নড়াইল জেলার সাংবাদিক ও সুধী সমাজ।
৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নড়াইল আদালত চত্বরে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । পরে নড়াইলের সকল সংবাদিসহ সুধি সমাজ একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার এর সাথে সৌজন্য সাক্ষাত কেরেন জেলার গণমাধ্যম কর্মীরা।
এর আগে সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করে সাংবাদিক ও সুধী সমাজ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়। এ ছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও স্মারকলিপি দেওয়া হয়। সাজু দৈনিক মানবজমিন ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি।
নড়াইল জেলার সাংবাদিক ও সুধী সমাজের ব্যানারে ওই মানববন্ধনে বক্তব্য দেন সাজুর ভাই মুক্তিযোদ্ধা রেজাউল করিম, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা ও সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবির রিন্টু, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, যুগান্তরের সাংবাদিক বিপ্লব রহমান, মাইটিভির সাংবাদিক মো. খায়রুল ইসলাম, দৈনিক জনতার সাংবাদিক সাথী তালুকদার, বিজয় টিভির সাংবাদিক জিয়াউর রহমান জামি,ও ওবায়দুর রহমান প্রমুখ। বক্তরা সাংবাদিক শাহজাহান সাজুর মুক্তির দাবি করেন এবং মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের দাবি জানান।
গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে গত ১০ জুন দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে চালিঘাট গ্রামের শেখ রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় রফিকুলের বাবা শেখ সাইফুর রহমান লোহাগড়া থানায় শাহজাহান সাজুসহ ৭৯ জনকে আসামি করে মামলা করেন।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তরা বলেন, সাজু উপজেলা সদরের বাসিন্দা। উপজেলা সদর থেকে ওই গ্রামের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এক জনপ্রতিনিধির নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিভিন্ন সময়ে দৈনিক মানবজমিন ও গ্রামের কাগজে সংবাদ ছাপা হওয়ায় ওই জনপ্রতিনিধি ক্ষিপ্ত ছিলেন।
এ ছাড়া নিহত রফিকুল এর আগে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ নিয়েও সাজু সংবাদ প্রকাশ করে। এসব কারণে তাঁকে হয়রানি করতে বাদীকে ফুঁসলিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে আসামি করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply