নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের চালানো বিশেষ অভিযানে প্রতারক চক্রের দুই দালাল সদস্য গ্রেফতার হয়েছে। শনিবার (২ অক্টোবর ) ডিবি পুলিশের একটি চৌকস দল গভীর রাতে খুলনা ও ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১টি মোবাইল,২টি নোট বুক ও চাকুরীর অনলাইন আবেদন ফরম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা পুলিশে সরকারী চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে অর্থ আত্নসাত করে আসছিলো। গ্রেফতারকৃতরা হলো যশোর অভয়নগর থানাধীন কোটা গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে মোঃ নাজমুস সাকিব (৩২) ও খুলনা জেলার ফুলতলা থানাধীন জামিরা গ্রামের ফজলু রহমান খানের ছেলে ওহিদুল ইসলাম খান (৪০)।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া প্রেস বিঙ্গপ্তি সুত্রে জানা যায়, গেছে সাম্প্রতি বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনায় দূর্নীতি মূক্ত নিয়োগ প্রাপ্তির নিশ্চিতে দালাল ও প্রতারকচক্র সনাক্ত পূর্বক তাদের কে গ্রেফতারের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় যশোররের অভয়নগর থানার মামলা নং-২ এর তদন্তভার যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপর ন্যাস্ত হয়। মামলাটির বাদী হলো খুলনা জেলার ফুলতলা থানার ব্ডাাগাতী গ্রামের কোহিনুর বেগম।
মামলাটি সুত্র ধরে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার এর তত্তাবাধনে এস আই লিটন কুমার মন্ডল,এস আই মফিজুল, এস আই সোলাইমান আক্কাস রাত ভর অভিযান চালিয়ে প্রতারক,চক্রের অভিযুক্ত দুই দালাল সদস্যকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা চাকুরীর প্রতিশ্রুতি দিয়ে টাকা গ্রহনের সত্যতা স্বীকার করেছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply