বাঘাইছড়ি প্রতিনিধি :-রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ প্রসিত দলের চাঁদা কালেক্টর সুখময় চাকমা ওরফে মানস চাকমাকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী জানায় ৬ মার্চ রবিবার সকালে দুইটিলা আর্মি ক্যাম্প হইতে ৫কিলোমিটার উত্তর ৯কিঃমিঃ পাড়া নামক এলাকা থেকে ফুলঝাড়ু ব্যাবসায়ীর নিকট চাঁদা আদায়ের সময় – সুকময় চাকমা(মানস) (৫২) ,পিতা: কালাচাঁদ চাকমা ,গ্রাম: কেদারাছড়া,পোস্ট: মারিশ্যা ,থানা: বাঘাইছড়ি ,জেলা: রাঙ্গামাটি কে আটক করা হয়।
উক্ত ব্যক্তিকে বাঘাইহাট আর্মি ক্যাম্পে আনার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ব্যক্তি ইউপিডিএফ (প্রসিত) এর সাজেক মাসালং এলাকার চীফ কালেক্টর এবং তিনি সাজেক থানায় গত ১৫ মার্চ ২০১৫ইং তারিখ ইউপিডিএফ কর্তৃক বাবুছড়া অভিমুখে পদযাত্রা চলাকালীন সময় নিরাপত্তা বাহিনীর উপর হামলার অন্যতম প্রধান আসামি। সাজেক থানা মামলা নম্বর -সিএস নম্বর-১ তারিখ ০৫/০৪/১৫, ধারা ১৪৩/৩৪১,৩২৩/৪২৭ এবং ১০৯/১১৪, পরবর্তীতে তাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়। তার কাছ থেকে বাটম মোবাইল (০২) দুই টি। চাঁদা আদায়ের রশিদ বই (০১) একটি। নগদ টাকা জব্দ করা হয়।
ইউপিডিএফ সাজেক থানার সমন্নয়ক আর্জেন্ট চাকমা বলেন মানস চাকমা গত এক বছর আগে দলের কাজ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এখন তার সাথে ইউপিডিএফের কোন সম্পৃক্ততা নেই।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন সকালে সেনাবাহিনী আসামি থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply