মুবিনুল হুদা চৌধুরী সোহাইল, কক্সবাজার জেলা প্রতিনিধি। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাসস্ট্যান্ড থেকে দেশীয় তৈরি অবৈধ অস্ত্র’সহ শাহাব উদ্দীন (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ টীম।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে (১১জুলাই) রাত ৮টায় ঈদগাঁও বাসস্টেশনের যাত্রী ছাউনী থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটারগান ও ৩ রাউন্ড গুলি’সহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
উক্ত সন্ত্রাসী আটক শাহাবুদ্দীন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইউছুফেরখীল গ্রামের মৃত আবদুল হামিদের সন্তান ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল হালিম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র ও চোরা কারবারীদের সংঘবদ্ধ একটি চক্রের উপর বেশ কিছুদিন ধরে নজরদারী চালানো হচ্ছিল। আজ সফল হলাম। আশা করছি চক্রের অন্যান্য সদস্যদেরকে খুব শীঘ্রই আটক করতে সক্ষম হবো ইনশাআল্লাহ ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply