আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় ৫ম বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খাদিমুল কোরআন পরিষদ ভালুকার আয়োজনে পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকাল থেকে ওই ক্বিরাত সম্মেলন শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়।
বাংলাদেশ, মিশর, তানজানিয়া, নাইজেরিয়া ও ভারতের স্বনামধন্য ক্বারীরা এতে কোরআন তেলাওয়াত করেন।
লালবাগ শাহী মসজিদের সিনিয়র ইমাম শায়েখ ক্বারী আবু রায়হানের সভাপতিত্বে ও খাদিমুল কোরআন পরিষদ ভালুকার উদ্যােক্তা আবু কাউসার মো. শায়েখুল হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা এম. এ. ওয়াহেদ।
ক্বিরাত সম্মেলনে মিশরের ক্বারী সালাহ মুহাম্মদ সোলাইমান ও ক্বারী আব্দুর রহমান খাওলি, তানজানিয়ার ক্বারী রজাঈ আইয়ুব ও ক্বারী ঈদী শাবান, নাইজেরিয়ার ক্বারী ইদ্রিস আবেদ, ভারতের ক্বারী রুহুল আমিনসহ বাংলাদেশের স্বনামধন্য ক্বারী কোরআন তেলাওয়াত করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply