দুসস ডেস্কঃ যশোর কোতয়ালী থানার দুই কর্মকর্তার মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের একজনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তিনি হলেন থানার সেকেন্ড অফিসার এস.আই. আমিরুজ্জামান। থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি যশোরে এস.আই. আমিরুজ্জামান ও এস.আই. ইকবাল হোসেন সহ তিনজনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
এতে দেখা যায়, এস.আই. আমিরুজ্জামান ও এস.আই. ইকবাল হোসেন সহ আরো একজন খালি গায়ে একটি বেড়ার ঘরে বসে তাস খেলছেন। খেলার ফাঁকে ইয়াবা সেবন করছেন এস.আই. আমিরুজ্জামান।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, যশোর উপশহর বাবলাতলা এলাকার জনৈক পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে মাঝেমধ্যেই আসর বসান যশোর কোতয়ালী থানার এস.আই. আমিরুজ্জামান। বিভিন্ন সময়ে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে তিনি রাতের বেলায় সেখানে অবস্থান করেন। এ সময় সেখানে জমে ওঠে ইয়াবা ও তাসের আসর। সম্প্রতি সেই ইয়াবা সেবন ও তাস খেলার একটি ভিডিও ও ছবি ফাঁস হয়ে যায়।
অভিযোগের বিষয়ে এস.আই. আমিরুজ্জামানের ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। জানতে চাইলে থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমিরুজ্জামানের বিষয়ে পুলিশ সুপার মহোদয় ব্যবস্থা নিয়েছেন। রোববার তাকে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
ভিডিওতে দেখা অন্য এক পুলিশ কর্মকর্তাকে এস.আই. ইকবাল বলে কেউ কেউ বলছেন। তবে এই বিষয়ে ওসি বলেন, ওই নামে কোনো পুলিশ অফিসার কোতয়ালী থানায় নেই।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply